রাজভবনে প্যারেড ১০৬ বিজেপি বিধায়কের

0
12

আস্থা ভোট না করিয়ে বিধানসভা মুলতুবি করার প্রতিবাদে রাজ্যপালের দ্বারস্থ বিজেপি। রাজভবনে মধ্যপ্রদেশের ১০৬ জন বিধায়ককে প্যারেড করিয়ে বিজেপি নেতৃত্ব রাজ্যপাল লালজি ট্যান্ডনের হস্তক্ষেপ দাবি করেন। রাজ্যপাল তাঁদের আশ্বাস দেন, কোনও অসাংবিধানিক কাজকর্ম বরদাস্ত করা হবে না। তিনিও মনে করেন আস্থা ভোট এখনই হওয়া উচিত। এদিকে আস্থা ভোট নিয়ে এই টানাপোড়েনের মধ্যে রাজ্যের বিদ্রোহী কংগ্রেস বিধায়করা জানিয়ে দিয়েছেন, তাঁরা পদত্যাগপত্র প্রত্যাহার করবেন না এবং বেঙ্গালুরু থেকে এখন ভোপালেও ফিরবেন না।

অন্যদিকে ১২ ঘণ্টার মধ্যে আস্থা ভোট চেয়ে সোমবারই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে বিজেপি। রাজ্যের পরিস্থিতি বর্ণনা করে বলা হচ্ছে, ২২ জন বিধায়ক পদত্যাগপত্র পেশ করার পর খাতায়কলমে সংখ্যালঘু বর্তমান কংগ্রেস সরকার। তা সত্ত্বেও অসাংবিধানিকভাবে সরকার চলছে। তাই আদৌ এই সরকারের সংখ্যাগরিষ্ঠতা আছে কিনা তা যাচাই করতে এখনই আস্থা ভোটের নির্দেশ দেওয়া হোক।

আরও পড়ুন-আজ আস্থা ভোট নয়, করোনার ছুতো দেখিয়ে মধ্যপ্রদেশ বিধানসভা মুলতুবি স্পিকারের