গৌরী লঙ্কেশ খুনের পিছনে বাংলার বাঙালি!

0
2

চাঞ্চল্যকর। গৌরী লঙ্কেশ খুনের ঘটনায় বাংলা ও বাঙালির যোগ! মূল অভিযুক্ত পরশুরামকে জেরা করে কর্নাটক পুলিশ দক্ষিণ ২৪পরগনার উস্তির বাসিন্দা প্রতাপ হাজরার নাম পেয়েছে। প্রশ্ন কে এই প্রতাপ হাজরা? ২০১২ সালে প্রথম প্রতাপের বিরুদ্ধে থানায় অভিযোগ হয়। ২০১৪ সালে মহারাষ্ট্রের হিন্দু জাগৃতি সমতিতে যোগ দেয়। এই রাজ্যে শাখা তৈরি করে। পরে ভবানী সেন নামে একটি সংগঠনও তৈরি করে। তারপর তার প্রশিক্ষণ হয়। তার শিবিরে রাজ্যের ১২জন ছিল। প্রশিক্ষক হিসাবে আর এক বাঙালির নামও গোয়েন্দাদের কাছে এসেছে। ২০১৫ সালে সম্প্রীতি নষ্ট করার অভিযোগে প্রতাপ গ্রেফতার হয়। পুনের সানবার্ন ফেস্টিভ্যালে বিস্ফোরণে যুক্ত থাকার অভিযোগে উস্তি থেকে তাকে গ্রেফতারও করা হয়। আপাতত সে মুম্বইয়ের আর্থার রোড জেলে রয়েছে।