১০ হাজার কোটির ক্ষতি কীভাবে সামাল দেবে ফ্যাঞ্চাইজিরা!

0
4

পিছিয়ে গিয়েছে আইপিএল। করোনার জেরে টুর্নামেন্ট নাও হতে পারে বলে আশঙ্কা। টুর্নামেন্ট বাতিল হলে বিসিসিআই, ফ্র্যাঞ্চাইজিদের একসঙ্গে মিলিয়ে প্রায় ১০ হাজার কোটি টাকা ক্ষতি হতে পারে।

আইপিএল শুরু হওয়ার কথা ছিল ২৯শে মার্চ। কিন্তু করোনার জেরে আইপিএল ১৫ এপ্রিল পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে। আদৌ টুর্নামেন্ট হবে কিনা তা নিয়েও রয়েছে সংশয়। কিন্তু টুর্নামেন্ট না হলে বড়সড় আর্থিক ক্ষতির সম্ভাবনা থেকেই যাচ্ছে। কলকাতা ফ্র্যাঞ্চাইজির মালিক শাহরুখ খান অবশ্য আশাবাদী। তিনি বলেন, ‘‘মানুষের স্বাস্থ্য, সুরক্ষা সবার আগে। সরকার যা যা মেনে চলতে বলেছে, আমাদের তা মেনে চলতে হবে। আমরা সব ফ্র্যাঞ্চইজি মালিকরা আলোচনা করেছি। আইপিএল আয়োজন করা হবে।  বিসিসিআই ও ফ্র্যাঞ্চাইজির মালিকরা এই ব্যাপারে সরকারকে সব ধরনের সহায়তা করবে। দর্শক,  খেলোয়াড় ও কর্মকর্তাদের স্বাস্থ্য সুরক্ষা আমাদের মূল লক্ষ্য।’’

বিদেশি খেলোয়াড়দের ভিসা বাতিলের সিদ্ধান্ত আগেই নিয়েছিল সরকার। এরই মধ্যে বিসিসিআই টুর্নামেন্ট পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।  ক্রোড়পতি লিগ ছেঁটে ছোট করার ইঙ্গিতও দিয়েছেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি।

আরও পড়ুন-ম্যাচের মধ্যেই ক্রিকেটারের শরীরে করোনার উপসর্গ