করোনা আতঙ্ক : আইপিএল পিছনোর সিদ্ধান্তকে স্বাগত, সৌরভের প্রশংসায় গাভাসকর

0
3

করোনার জেরে স্থগিত রাখা হয়েছে বহু টুর্নামেন্ট। পিছিয়েছে আইপিএল। বাতিল হয়ে গিয়েছে ভারত-দক্ষিণ আফ্রিকার সিরিজও। তবে এই করোনার জেরে সৌরভ গাঙ্গুলির ভারতীয় ক্রিকেট বোর্ড যে সিদ্ধান্ত নিয়েছে তাকে স্বাগত জানাচ্ছেন প্রাক্তন ক্রিকেটাররা।

আইপিএল ম্যাচ পিছনো নিয়ে সুনীল গাভাসকর জানিয়েছেন, ‘বোর্ডকে অসংখ্য ধন্যবাদ। খুব ভাল সিদ্ধান্ত। মানুষের স্বাস্থ্য এবং দেশের অবস্থা সবার আগে। করোনাভাইরাস যেভাবে ছড়িয়ে পড়ছে তাতে এই সিদ্ধান্ত নেওয়া দরকার ছিল। হাজার হাজার মানুষ স্টেডিয়ামে আসে। লবি এবং বিমানবন্দরে প্রচুর মানুষ জড়ো হয়। তাই যে–কোনওভাবে এই ভাইরাস ছড়াতে পারে। সেটা মাথায় রেখেই বলছি, খুব প্রশংসনীয় সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই।’

এরপর মানুষের স্বাস্থ্যের কথা মাথায় রেখে হরভজন সিং বিসিসিআই বোর্ডকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, ‘ এখন আইপিএল করলে অনেক মানুষের স্বাস্থ্য নিয়ে আপস করা হত। হোটেল, বিমানে অনেকের সংস্পর্শে আসতে হত। স্বাস্থ্য সবার আগে। তাই বোর্ড একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছে।’

আরও পড়ুন-টিকটক করে চাকরি হারানো কনস্টেবল এখন তারকা