মধ্যপ্রদেশের পর গুজরাট। ফের ভাঙন কংগ্রেস শিবিরে। ২৬ মার্চ রাজ্যসভা ভোটের আগে বিধানসভা থেকে পদত্যাগ করলেন গুজরাটের ৪ কংগ্রেস বিধায়ক। বিধানসভার স্পিকারের কাছে তাঁরা পদত্যাগপত্র পাঠিয়েছেন। গুজরাট বিধানসভার স্পিকার রাজেন্দ্র ত্রিবেদী জানিয়েছেন, সোমবার বিধানসভায় তিনি পদত্যাগী বিধায়কদের নাম জানাবেন। এই পদত্যাগের পর রাজ্যসভা ভোটে ক্রশ ভোটিংয়ের সম্ভাবনা ঘিরে সরগরম রাজ্য-রাজনীতি। দল ভাঙার আশঙ্কায় কিছু বিধায়ককে জয়পুরে পাঠিয়ে দিয়েছে কংগ্রেস। দল ভাঙানো নিয়ে কংগ্রেস রাজ্য নেতৃত্বের অভিযোগের তির শাসকদল বিজেপির দিকেই।
এদিকে গুজরাট থেকে এবার চারটি আসন খালি হচ্ছে রাজ্যসভার। সংখ্যার হিসাবে বিজেপির দুটিতে জেতার কথা। কিন্তু ক্রশ ভোটিংয়ের হিসাব করে বিজেপি তিনজন প্রার্থী দিয়েছে। অন্যদিকে কংগ্রেসের প্রার্থী দুই। সবমিলিয়ে জমে গিয়েছে রাজ্যসভা ভোটের রাজনীতি।































































































































