অন্ডালের পর আসানসোলের বার্নপুর থেকে বিমান চালু হবে? এমন আশার কথাই শুনিয়েছেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। বলেছেন ইস্কো কারখানার যে বিমানবন্দরটি রয়েছে, সেখান থেকে দ্রুত বিমান উড়বে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে সবুজ সঙ্কেতও দিয়েছে। ডিজিসিএ-র লাইসেন্সের জন্য অপেক্ষা করা হচ্ছে। সেই সঙ্গে কিছু গাছ কাটতে হবে, খুঁটিও সরাতে হবে। লাইসেন্স পাওয়ার পর বিমান সংস্থাগুলিকেও আগ্রহ দেখাতে হবে। ফলে দ্রুত চালু হওয়ার সম্ভাবনা কমই। দীর্ঘদিন ধরেই শিল্পাঞ্চল এলাকার মানুষের এটা দাবি। ছোট বিমান কালাঝরিয়ার এয়ারাস্ট্রিপ থেকে চালানো সম্ভব। ২০১৬ সালে চুক্তির পর সংস্কার শুরু হয়। ১২০০ মিটার রানওয়ে তৈরি। বাতানুকূল যাত্রী প্রতীক্ষালয়ও তৈরি। মলয় জানান, প্রাথমিকভাবে কলকাতা, রাঁচি, ভূবনেশ্বরে উড়ান চলবে।