গুজরাট: পাঁচ কং বিধায়কের পদত্যাগ

0
4

শনিবার পদত্যাগ করেছিলেন গুজরাট বিধানসভার চার কংগ্রেস বিধায়ক। রবিবার পদত্যাগ করেছেন আরও একজন। ফলে এই মুহূর্তে গুজরাটে পদত্যাগী কংগ্রেস বিধায়কের সংখ্যা দাঁড়াল পাঁচ। সোমবার বিধানসভায় পদত্যাগী বিধায়কদের নাম জানাবেন বলে ঘোষণা করেছেন স্পিকার রাজেন্দ্র ত্রিবেদী। ২৪ মার্চ রাজ্যসভা ভোটের আগে একের পর এক কংগ্রেস বিধায়কের পদত্যাগে চূড়ান্ত অস্বস্তিতে কংগ্রেস।