অবশেষে মুক্তি। ইতালির মিলান থেকে ২১১জন ভারতীয় পড়ুয়াদের নিয়ে এয়ার ইন্ডিয়ার বিমান ভারতে। যাদের মধ্যে সাত আক্রান্তও রয়েছেন। বারবার উড়ান বাতিল হওয়ায় আতঙ্কের প্রহর গুনছিলেন ভারতীয় পড়ুয়ারা। কারণ, এই মুহূর্তে চিনের পর সবেচেয়ে আতঙ্কজনক পরিস্থিতি ইতালিতে। মৃতের সংখ্যা পেরিয়েছে ১৪১১, আক্রান্ত প্রায় ১০হাজার। মিলানে ভারতীয় দূতাবাস অন্যান্য ভারতীয়দের জন্য হেল্প লাইন খুলে পরিস্থিতির উপর কড়া নজর রেখেছে। এই সপ্তাহেই ‘হু’ করোনাকে মহামারী ঘোষাণা করেছে, সেই সঙ্গে তার এপিসেন্টার হিসাবে ইউরোপকেই নির্দেশ করেছে। ফলে আতঙ্ক সর্বত্র।
211 students & 7 compassionate cases departed by AI flight #Milan.?all those who helped us through this difficult situation. Special ?to @airindiain team & Italian authorities. Consulate will continue to ensure welfare of all Indians in northern #Italy @MEAIndia @DrSJaishankar pic.twitter.com/eTX6GXHWCf
— India in Milan (@cgmilan1) March 14, 2020