শুরুটা তিনিই করেছিলেন। বিশ্বত্রাস করোনা মহামারী রুখতে সার্কভুক্ত দেশগুলিকে একযোগে কাজ করার ডাক দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবারের ট্যুইটে সার্কের রাষ্ট্রনেতাদের ভিডিও কনফারেন্স করে করোনা মোকাবিলায় আলোচনার প্রস্তাব দিয়েছিলেন তিনি। তাঁর প্রস্তাবে ইতিবাচক সাড়া দেন বাকিরা। সেইমত ঠিক হয়েছে, রবিবার সার্কভুক্ত আটটি দেশের রাষ্ট্রপ্রধানরা করোনা বিপর্যয় নিয়ে ভিডিও কনফারেন্স করবেন। ভারতের বিদেশ মন্ত্রক এই খবর জানিয়েছে। সার্কভুক্ত দেশগুলি হল ভারত, পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান, মালদ্বীপ ও শ্রীলঙ্কা।