রাজ্য BREAKING: সেলিমপুর রেল বস্তিতে বিধ্বংসী আগুন By EBBS Desk - March 14, 2020 0 7 FacebookTwitterPinterestWhatsApp প্রতীকী ছবি সেলিমপুরের রেল ঝুপড়িতে আগুন। ভয়াবহ আগুন। যাদবপুর থেকে ঢাকুরিয়ার দিকের ঝুপড়িতে আগুন লাগে। দমকলের আটটি ইঞ্জিন গিয়েছে ঘটনাস্থলে। আগুনের উৎস জানা যায়নি। পুড়ে ছাই ডজন খানেক বস্তি। মরিয়া বস্তিবাসীরা জিনিস বাঁচাতে নেমেছেন। কোনও হতাহতের খবর নেই।