জাভির জোড়া গোল, ফের আইএসএল চ্যাম্পিয়ন এটিকে

0
10

এটিকে ৩ (জাভি ২, এডু)।

চেন্নাইয়িন ১ (ভালস্কিস)

আন্তোনিও লোপেজ হাবাসের হাত ধরে ফের আইএসএল খেতাব জিতল এটিকে। এ নিয়ে তৃতীয়বার চ্যাম্পিয়ন হল এটিকে।

গত মরসুমে সেভাবে পারফরম্যান্স করতে পারেনি এটিকে। সাফল্যের সন্ধানে এ বার ফেরানো হয়েছিল হাবাসকে। তিনি দায়িত্ব নিতেই বদলে যায় এটিকের চেহারা। হয়ে ওঠে অপ্রতিরোধ্য। গোটা লিগ পর্বে দারুণ পারফরম্যান্স করে এটিকে শিবির। সেমিফাইনালের প্রথম সাক্ষাতে বেঙ্গালুরুর কাছে হারার পরে, দ্বিতীয় সাক্ষাতে বেঙ্গালুরুকে উড়িয়ে দিয়ে ফাইনালে পৌঁছেছিল এটিকে। শনিবারের ফাইনালে চেন্নাইয়িনকে ৩-১ হারিয়ে আইএসএল ট্রফি ঘরে তুলল এটিকে।