টাকা নয়ছয়ের পরে, এবার ঘুষ নেওয়ারও অভিযোগ উঠল ইয়েস ব্যাঙ্ক কর্তা ও প্রাক্তন এমডি রানা কাপুরের বিরুদ্ধে। দিল্লির অভিজাত লুতিয়েন জোনে একটি বাংলো কিনতে চেয়েছিলেন রানা কাপুর। ওই বাংলোর মালিক ছিল অবন্তা গ্রুপ। সিবিআইয়ের অভিযোগ, বাংলো নিতে ইয়েস ব্যাঙ্ক থেকে ওই সংস্থাকে বেআইনিভাবে ১৯০০ কোটি টাকা ঋণ পাইয়ে দেন রানা। এর বিনিময়ে অবন্তা গ্রুপ তাঁকে ৩০৭ কোটি টাকা ঘুষ দিয়েছিল বলে অভিযোগ।
রানা কাপুর ছাড়াও তাঁর স্ত্রী বিন্দু ও অবন্তা গ্রুপের প্রোমোটার গৌতম থাপারের বিরুদ্ধেও অভিযোগ এনেছে গোয়েন্দা সংস্থা। সিবিআই সূত্রে খবর, দিল্লির অমৃতা শেরগিল মার্গের ৪০ নম্বরে ১.২ একর জুড়ে একটি বিলাসবহুল বাংলো অবন্তা গ্রুপ আইসিআইসিআই ও ডিসিবি ব্যাঙ্কের কাছে বন্ধক রাখে। কিন্তু ২০১৬-র মার্চ পর্যন্ত পুরো ঋণ শোধ করতে পারেনি তারা। ইয়েস ব্যাঙ্ক তখন অবন্তা গ্রুপকে লিজ রেন্টাল ডিসকাউন্টিং নিয়মে বিপুল অঙ্কের টাকা ঋণ দেয়। তদন্তকারীদের মতে, ইয়েস ব্যাঙ্ক থেকে ঋণ পাওয়ার উপযুক্ত ছিল না অবন্তা গ্রুপ। কিন্তু ঘুষ নিয়ে তাদের বেআইনিভাবে ঋণ পাইয়ে দেন রানা কাপুর। কারণ, তাঁর লক্ষ্য স্ত্রী বিন্দুর নামে বাংলোটি নেওয়া।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.