পুরসভা নির্বাচনের দিন স্থির করতে সর্বদলীয় বৈঠক ডাকল রাজ্য নির্বাচন কমিশন। সোমবার বেলা ৩ টেয় স্বীকৃত রাজনৈতিক দলগুলিকে ওই বৈঠকে ডাকা হয়। কমিশন সূত্রে খবর, তৃণমূল কংগ্রেস, বিজেপি, কংগ্রেস, সমাজবাদী পার্টি, আরএসপি, সিপিআই, সিপিআইএম সহ দলগুলিকে বৈঠকে ডাকা হয়েছে। বৈঠকে পৌরহিত্য করবেন রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস। সোমবার সব দলের সঙ্গে কথা বলার পরে আগামী সপ্তাহেই পুরভোটের বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে বলে কমিশন সূত্রে খবর।
এদিকে, শুক্রবার রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাসকে পুরভোটে নিরাপত্তা সুনিশ্চিত করতে চিঠি দিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। অবাধ এবং সুষ্ঠু নির্বাচন করতে রাজ্য পুলিশের পাশাপাশি বাড়তি কোনও বাহিনী ব্যবহার করতেও তিনি কমিশনকে পরামর্শ দিয়েছেন।
আরও পড়ুন-রাজ্যসভায় তৃণমূল সমর্থিত প্রার্থী দীনেশ বাজাজ, ফের মিলিয়ে দিল ‘এখন বিশ্ববাংলা সংবাদ’





























































































































