রাজ্যসভায় তৃণমূল সমর্থিত নির্দল প্রার্থী হচ্ছেন দীনেশ বাজাজ। শুক্রবারই মনোনয়ন জমা। আরও একবার রাজ্যসভার প্রার্থী তালিকা মিলিয়ে দিল ‘এখন বিশ্ববাংলা সংবাদ’।
রাজ্যসভায় তৃণমূলের পঞ্চম প্রার্থী হিসাবে প্রাক্তন বিধায়ক দীনেশ বাজাজের নাম উঠে আসে। সূত্রের খবর, নির্দল প্রার্থী হিসেবে লোকসভার প্রাক্তন স্পিকার মীরা কুমারের নাম উঠে আসে। অনেক কংগ্রেস ও তৃণমূল নেতৃত্ব সেই নামে সম্মতি জানায়। কিন্তু প্রদেশ কংগ্রেসেরই কয়েকজন নেতা সেই প্রস্তাবের তীব্র বিরোধিতা করেন। এরপরেই দীনেশ বাজাজকে সমর্থন জানানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়।
বাংলার বসবাস করেন এমন হিন্দিভাষী নাগরিকদের মধ্যেও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা অসীম৷ এর আগে রাজ্যের একটি হিন্দি সংবাদপত্রের কর্ণধার বিবেক গুপ্তাকে রাজ্যসভায় পাঠিয়েছিলেন নেত্রী৷ সাবে জোড়াসাঁকোর তৃণমূলের বিধায়ক ছিলেন দীনেশ বাজাজ। এবার রাজ্যসভায় নির্দল প্রার্থী হিসেবে তাঁকে সমর্থনের সিদ্ধান্ত নিল তৃণমূল।
আরও পড়ুন-করোনা সংক্রমণ রুখতে দূর থেকে নমস্কার, পরামর্শ মুখ্যমন্ত্রীর





























































































































