মেয়ে-জামাইয়ের সঙ্গে দেখা করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত দম্পতি সহ ৫

0
6

অনেক আনন্দ করবেন এই আশা নিয়ে দিল্লিতে মেয়ে জামাইয়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তমলুকের এক দম্পতি । কিন্তু তার যে এমন মর্মান্তিক পরিণতি হবে তা কেউ ই ভাবেন নি। পরিবারের সকলকে নিয়ে ঘুরতে বেরিয়ে  দিল্লিতে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল একই পরিবারের ৪ সদস্যের। মৃতদের মধ্যে রয়েছেন তমলুকের ওই দম্পতিও।
জানা গিয়েছে, গাড়ি করে ঘুরতে বেরিয়েছিলেন তমলুকের নন্দকুমার থানার ব্যবত্তাহাট এলাকার বাসিন্দা শ্রীকান্ত মাইতি‌ এবং তাঁর স্ত্রী এবং পরিবারের সকলে। কিন্তু উত্তরপ্রদেশের ছারিয়া এটোয়া এলাকায় একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় তাঁদের গাড়ির। ঘটনাস্থলেই মৃত্যু হয় গাড়ির চালকসহ ওই পরিবারের সকল সদস্যের। বৃহস্পতিবারই বাড়ি ফেরার কথা ছিল তাঁদের। এই ঘটনায় শোকস্তব্ধ গোটা এলাকা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এটাওয়ার কাছে ওই দিন রাতে শ্রীকান্তদের গাড়ি দাঁড়িয়ে থাকা একটি ট্রেলারের পিছনে ধাক্কা মারে। চালক ঘুমিয়ে পড়েছিলেন কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ওই গাড়ির পিছনের আসনে শ্রীকান্ত-কবিতা ছাড়াও ছিলেন জামাই অরিজিৎ। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই তিন জনের। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে মেয়ে অনন্যা এবং গাড়িচালককে। পরে হাসপাতালে ওই দু’জনের মৃত্যু হয়।
জানা গিয়েছে , গত ৭ মার্চ শ্রীকান্ত তাঁ স্ত্রীকে নিয়ে মেয়ের কাছে গিয়েছিলেন। পেশায় ইঞ্জিনিয়ার অরিজিৎ টালিগঞ্জের বাসিন্দা। কিন্তু, কর্মসূত্রে দিল্লিতে থাকতেন। বছরকানেক আগে অরিজিৎ-অনন্যার বিয়ে হয় বলে জানিয়েছেন তাঁর সহকর্মীরা।
পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের কাছ থেকে খবর পেয়ে রাজ্য পুলিশের পক্ষ থেকে উত্তরপ্রদেশ পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। দ্রুত ময়নাতদন্ত এবং আইনি পদ্ধতি মিটিয়ে ফেলার চেষ্টা হচ্ছে । দেহগুলি পরিবারের হাতে তুলে দেওয়ার জন্য তৎপর রাজ্য প্রশাসনও ।