করোনা সংক্রমণ রুখতে তৎপর রাজ্য সরকার। আগেই করোনাভাইরাসে রোধে নবান্নে বৈঠক করে সতর্কবার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। শুক্রবার নেতাজি ইন্ডোরের অনুষ্ঠানে করোনা রুখতে পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী তথা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আশ্বাস দেন, সর্দি-কাশি হলেই করোনা বলে ভয় পাওয়ার প্রয়োজন নেই। কারণ, সব ভাইরাস করোনা নয়।
এরপরেই করোনা সংক্রমণ রুখতে কী ব্যবস্থা নেওয়া উচিত তা জানান মমতা। হাঁচি পেলে কী ভাবে মুখ ঢাকবেন বা কী দিয়ে মুখ মুছবেন, কতটা দূরত্বে থেকে কারও সঙ্গে কথা বলবেন, তারও পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,“যতদিন না করোনাভাইরাসের আতঙ্ক কাটচ্ছে, কারও সঙ্গে হাত মেলাব না। নমস্কার করুন। কমপক্ষে পাঁচ মিটার দূর থেকে কথা বলুন। তাহলে দেখবেন আপনারটা কেউ নেবে না আর আপনিও কারওটা নেবেন না।”
একই সঙ্গে বারবার জল খাওয়ার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ভাইরাস সংক্রমণ রুখতে একঘণ্টা অন্তর ২০ সেকেন্ড সাবান দিয়ে ভালো করে হাত ধোওয়া উচিত। কাঁচা সবজি না খেয়ে ভালো করে রান্না করা খাবার খাওয়ার পরামর্শ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, করানোয় সবচেয়ে উদ্বেগের বিষয় হল এর কোনও ওষুধ বেরোয়নি। তবে, সতর্কতা বজায় রাখলে এই সংক্রমণ এড়ানো সম্ভব।
Sign in
                            Welcome! Log into your account
                            
                            
                            
                            Forgot your password? Get help
                            
                            
                            
                            
                        Password recovery
                            Recover your password
                            
                            
                            A password will be e-mailed to you.
                        




























































































































