পিছিয়ে গেল আইপিএল

0
6

করোনা আতঙ্কে পিছিয়ে গেল আইপিএল। ২৯ মার্চ এর পরিবর্তে আইপিএল শুরু হতে পারে ১৫ এপ্রিল । করোনা ভাইরাস কাণ্ডে দ্রুত সিদ্ধান্ত নিল বিসিসিআই ।
কেন্দ্রীয় সরকারের বাধানিষেধকে মাথায় রেখেই শনিবারের আইপিএল গভর্নিং বডির বৈঠকের আগেই পিছিয়ে দেওয়া হল টুর্নামেন্টের দিন। ১৫ এপ্রিল অবধি কেন্দ্রীয় সরকারও ভিসা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে । ফলে টুর্নামেন্টে বিদেশি প্লেয়ার আসার কথাই ছিল না । এই পরিস্থিতিতে টুর্নামেন্ট পিছিয়ে দেওয়াটা অবশ্যম্ভাবী ছিল । এক মাসের মধ্যে করোনার প্রভাব স্তিমিত না হলে ১৫ এপ্রিল আইপিএল শুরু হওয়ার কোনও নিশ্চয়তা নেই ।

আরও পড়ুন-করোনা হানায় বাতিল হচ্ছে ম্যাচ, প্রবল ক্ষতির মুখে সব সংস্থাই