রেকর্ড পতন, বন্ধ হল বম্বে স্টক এক্সেঞ্জ

0
1

শেয়ার বাজারে ব্যাপক ধস। শুক্রবার স্টক এক্সেঞ্জ খোলার সঙ্গে সঙ্গেই ৩০০০ পয়েন্ট পড়ে যায়। নিফটি পড়ে যায় ৯০০ পয়েন্ট। ক্ষতি প্রায় ১১ লক্ষ কোটি টাকা। আতঙ্কিত হয়ে বম্বে স্টক এক্সেঞ্জ ও ন্যাশনাল স্টক এক্সেঞ্জ বন্ধ করে দেওয়া হলো। সাড়ে ন’টা থেকে আপাতত এক ঘন্টার জন্য বন্ধ থাকছে শেয়ার বাজার। এক ঘন্টার জন্য বন্ধ ভারতের শেয়ার বাজার।