করোনায় আক্রান্ত হয়েছেন কানাডার প্রধানমন্ত্রী ট্রুডোর স্ত্রী

0
1

খোদ দেশের প্রধানমন্ত্রীর স্ত্রী আক্রান্ত হয়েছেন নভেল করোনাভাইরাসে। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্ত্রী সোফি ট্রুডো করোনায় আক্রান্ত হয়ে আইসোলেশনে চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। কানাডার প্রধানমন্ত্রীর দফতর জানিয়েছে, প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সম্পূর্ণ সুস্থ আছেন। তবে তিনিও আপাতত ১৪ দিনের আইসোলেশনে থাকবেন এবং সেখান থেকেই কাজকর্ম সামলাবেন।

সম্প্রতি ব্রিটেনে এক অনুষ্ঠান সেরে কানাডা ফিরেছিলেন প্রধানমন্ত্রীর স্ত্রী। সামান্য জ্বর ও শারীরিক অস্বস্তি হওয়ায় রক্তপরীক্ষার পর দেখা যায় তাঁর শরীরে কোভিড-১৯ পজিটিভ।