শুরু বিজেপির জনসংযোগ

0
3

পুরভোটকে সামনে রেখে ‘আর নয় অন্যায়’ কর্মসূচি নিয়ে বাড়ি বাড়ি প্রচার কর্মসূচিতে নেমে পড়ল বিজেপি। শুক্রবার ওয়ার্ডে ওয়ার্ডে শুরু হলো কর্মসূচি। বিজেপির কথায় পুরভোটের আগে এটি আসলে নিবিড় জনসংযোগ। এলাকার অভাব, অভিযোগ, শোনা, মানুষের পাশে দাঁড়ানো। তাঁরাও যাতে বিজেপি কর্মীদের কাছের লোক, নিজের মানুষ, পাড়ার ভাই-দাদা মনে করেন, তার জন্যই এই উদ্যোগ। টানা চলবে এই অভিযান চলবে। এদিন জনসংযোগ কর্মসূচিতে ছিলেন রাহুল সিনহা, রীতেশ তেওয়ারি, শিউলি খান, জয়প্রকাশ মজুমদার প্রমুখ।

আরও পড়ুন-কবে পুরভোট? দিন স্থির করতে সোমবার সর্বদল বৈঠকের ডাক রাজ্য নির্বাচন কমিশনের