এনআরসি, সিএএ-র প্রতিবাদে অবস্থান বিক্ষোভে সামিল AIPWA

0
1

এনআরসি, এনপিআর, সিএএ নিয়ে সারা দেশে কমবেশি প্রতিবাদ আন্দোলন লেগেই আছে। সেই আন্দোলনে এবার সামিল হলেন সারা ভারত প্রগতিশীল মহিলা সমিতি AIPWA । শুক্রবার মৌলালি মোড়ে অবস্থান বিক্ষোভে সামিল হলেন এই সংগঠনের সদস্যারা। এই অবস্থান ১৪ মার্চেও চলবে। দেশ বাঁচাতে ওবং ঘর বাঁচাতেই তাঁরা প্রতিবাদে সামিল বলে জানান সংগঠনের প্রতিনিধিরা।

এনপিআর এর বিরোধিতায় AIPWA- এর অবস্থান বিক্ষোভ মৌলালি মোড়ে

Posted by Ekhon BiswaBangla Sangbad on Friday, March 13, 2020