নিরাপত্তার দাবি তুলে শেষ মুহূর্তে ভোপাল ফেরার পরিকল্পনা বাতিল বিদ্রোহীদের

0
3

ঠিক ছিল শুক্রবার সন্ধের মধ্যেই বেঙ্গালুরু থেকে ভোপাল ফিরবেন মধ্যপ্রদেশের ১৯ বিদ্রোহী কংগ্রেস বিধায়ক। জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার পথেই এরা সবাই কংগ্রেস ত্যাগের ঘোষণা করেছেন এবং বিধানসভার স্পিকার নর্মদাপ্রসাদ প্রজাপতির কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন। স্পিকারের বক্তব্য, তাঁর কাছে ব্যক্তিগতভাবে এসে পদত্যাগপত্র পেশ করতে হবে এবং জানাতে হবে তাদের উপর সদস্যপদ ছাড়ার কোনও চাপ নেই। স্পিকারের নির্দেশে হাজির থাকার জন্য এদিন বিদ্রোহী বিধায়কদের ফিরে আসার কথা থাকলেও বেঙ্গালুরু বিমানবন্দর থেকে তাঁরা ফের রিসর্টে ফিরে আসেন। বিদ্রোহী বিধায়কদের বক্তব্য, ভোপালে তাঁদের উপর হামলা হতে পারে বলে আশঙ্কা করছেন। তাঁরা খবর পেয়েছেন, মুখ্যমন্ত্রীর পরিকল্পনা মত বহু কংগ্রেস কর্মী লাঠিসোটা হাতে ভোপাল বিমানবন্দরের বাইরে জড়ো হয়েছেন। ভোপালে তাঁদের যথাযথ নিরাপত্তার বন্দোবস্ত করার জন্য স্পিকারকে চিঠি লিখে সিআরপিএফ মোতায়েনের দাবি জানিয়েছেন বিদ্রোহী বিধায়করা। তাঁদের বক্তব্য, নিরাপত্তা নিশ্চিত হলেই ফেরা সম্ভব।