জন্মদিন যখন পিকনিকের রূপ পায় তখন পুরো ছবিটাই কেমন বদলে যায় ।
এমনই এক বেনজির দৃশ্যের সাক্ষী থাকল
রামকৃষ্ণ মিশন পরিচালিত বাগনানের আশারিয়া গ্রামের একটি আবাসিক আশ্রম। এই আশ্রমের ছোট ছোট আবাসিকদের সঙ্গে মেয়ে রিমিশার জন্মদিন পালন করলেন পেশায় তথ্যপ্রযুক্তি কর্মী রিমন পাঠক ও তাঁর স্ত্রী সোনালী পাঠক। সকাল থেকেই আশ্রমের সমস্ত শিশুদের সঙ্গে রিমিশার চতুর্থ জন্মদিনের কেক কাটা দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর চকোলেট দিয়ে তাদের সঙ্গে বন্ধুত্ব করে রিমিশা ।
এমনকি, নিজের জন্মদিন স্মরণীয় করে রাখতে আবাসিকদের হাতে খেলার জন্য ফুটবল তুলে দেয় ছোট্ট রিমিশা। এই ফুটবল পেয়ে যারপরনাই খুশি উপচে পরে ছোটো ছোটো আবাসিকদের চোখেমুখে ।
শহরের কোলাহল থেকে দূরে গ্রামের প্রাকৃতিক পরিবেশে বসন্তের মিঠে হাওয়ায় ছোট্ট বর্ষার মতো আশ্রমের সব আবাসিকরা রিমিশা-র সঙ্গে সারাদিন খেলা, আনন্দ হৈচৈ এ মেতে থাকে। আশ্রমের সব আবাসিকদের হাতে নতুন জামাকাপড় তুলে দেন রিমিশা-র মা-বাবা। 
এরই পাশাপাশি বাড়তি মাত্রা যোগ হয়েছিল দুপুরের জমাটি খাওয়া-দাওয়া ।সবমিলিয়ে
এই আশ্রমে একটু অন্যরকম ভাবে মেয়ের জন্মদিন পালন করতে পেরে খুশি রিমিশার বাবা-মা।
এই আশ্রমের কর্ণধার সুব্রতবাবুও খুশি এই অন্যরকম জন্মদিনের সঙ্গে তাঁর আশ্রমের নাম জড়িয়ে থাকায় । আশ্রমের আধিকারিকদের আশীর্বাদ ও আবাসিকদের ভালবাসা নিয়ে আগামী দিনে এগিয়ে যেতে চায় রিমিশা।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.





























































































































