বৃষ্টির ভ্রুকুটি, খেলা হল না ধরমশালায়

0
4

আশঙ্কা আগে থেকেই ছিল। এবার সেটাই সত্যি হল। বৃষ্টির জন্য ভেস্তে গেল ধরমশালায় ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম ওয়ানডে ম্যাচ। এক বলও খেলা হল না বৃহস্পতিবার।
এদিন দুপুর একটায় টস হওয়ার কথা ছিল। কিন্তু বৃষ্টির জেরে নির্ধারিত সময়ে টস হয়নি। বৃষ্টি না থামার জন্য মাঠ পর্যবেক্ষণও হয়নি। দীর্ঘ প্রতীক্ষার পর বিকেল সাড়ে পাঁচটা নাগাদ প্রথম ওয়ানডে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে ভরাডুবি ঘটেছিল ভারতের। প্রথম ম্যাচই পরিত্যক্ত হয়ে যাওয়ায় দ্বিতীয় ও তৃতীয় ম্যাচের দিকে তাকিয়ে দু’ দল।