আইপিএল নিয়ে ফাঁপড়ে ভারতীয় বোর্ড। মাদ্রাজ হাই কোর্টে মামলা হয়েছে। উদ্ধব ঠাকরের সরকার আইপিএলের প্রথম ম্যাচের টিকিট বিক্রি বন্ধ রেখেছে। সেই সঙ্গে বিদেশিদের ভিসা দেওয়া বন্ধ করা হয়েছে। ফলে আইপিএলে বিদেশি খেলোয়াড়রা আদৌ আসতে পারবেন কিনা সে নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। আবার দর্শকশূন্য মাঠে খেলা হবে কিনা সেই বিষয়টিও উঠতে শুরু করেছে। শনিবার, ১৪ মার্চ, আইপিএলের গভর্নিং বডির বৈঠকের পরেই পরিস্থিতির সার্বিক রিপোর্ট পাওয়া যাবে। তবে বোর্ডের একটি সূত্রে খবর সৌরভ গঙ্গোপাধ্যায় চেষ্টা করছেন আইপিএল যথাসময়ে করার, কিন্তু আইপিএল সম্ভবত পিছিয়েই যাচ্ছে।






























































































































