হুগলি নদীর মাঝখানে ডুবল বার্জ

0
3

বাংলাদেশ থেকে আগত বার্জ ডুবল হুগলি নদীতে। বৃহস্পতিবার, সকালে ফ্লাই অ্যাশ নিয়ে বাংলাদেশে ফিরছিল পণ্যবাহী বার্জ ‘এম ভি মমতাময়ী মা’। বজবজের কাছে একটি জাহাজের সঙ্গে বার্জটির ধাক্কা লাগে। জোয়ারের জলের তোড়ে ভারসাম্য রাখতে না পেরে ডুবে যায় সেটি। বার্জটিতে ১৩জন ছিলেন। তাঁদের মধ্যে প্রথমে একজন বাদে সবাইকে উদ্ধার করা হয়। একজন খালাসি আটকে পড়ায় আহত হন। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পয়লা মার্চ বার্জটি বাংলাদেশ থেকে আসে। সেটিতে তো কোনও যান্ত্রিক ত্রুটি ছিল না বলে জানান নাবিক। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। কিন্তু জোয়ারের জলের তোড়ে বার্জটি মাঝনদীতে চলে যাওয়ায় সেটিকে উদ্ধার করা যায়নি।