শোভনের জন্য দরজা খোলা, বুঝিয়ে দিলেন দিলীপ

0
5

শোভন চট্টোপাধ্যায়কে কী বিজেপিতেই থাকছেন? বিজপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বৃহস্পতিবার স্পষ্ট ভাষায় জানালেন, আমার সঙ্গে শোভনের কথা হয়নি। দলের কারওর সঙ্গে কথা হয়েছে বলেও জানি না। একটা জিনিস বুঝতে হবে শোভনবাবু একজন পরিপক্ক রাজনীতিবিদ। ফলে ওনাকেই সিদ্ধান্ত নিতে হবে। উনি সিদ্ধান্ত নিলে বিজেপি তারপর ভাববে। ফলে দিলীপের কথায় পরিস্কার, শোভন চাইলে বিজেপির দরজা তাঁর জন্য এখনও খোলাই থাকছে।