ক্রিকেটেও ভারত সেরা? রঞ্জি ট্রফির বড্ড কাছে অনুষ্টুপরা

0
2

আবার অনুষ্টুপ মজুমদার। রঞ্জি ফাইনালে বাংলার হঠাৎ বিপর্যয় সামলে দিয়ে ক্রমশ আশার আলো দেখাচ্ছেন। ড্রেসিংরুম আর কোচ অরুণলাল জনান্তিকে বলছেন, ১৩ মার্চ আবার বাংলার ক্রিকেট ইতিহাসে মাইলস্টোন হতে চলেছে। রাজকোট থেকে রাজার বেশে ফিরছে বাংলার ১৬ সেনানী। অপেক্ষা কয়েক ঘন্টার।

রঞ্জিতে অসাধারণ ফর্মে বাংলার অনুষ্টুপ। কোয়ার্টার ফাইনাল, সেমি ফাইনালে সেঞ্চুরি। আবার সামাল দিতে নামলেন। সঙ্গে নন্দী। অরুণলাল যথার্থই পিচ নিয়ে অভিযোগ জানিয়েছিলেন। কোন বল কেমন আচরণ করবে বোঝা দায়। টার্ন করছে, নিচু হয়ে যাচ্ছে, লাফাচ্ছে। সব কিছুর মধ্যে প্রথমে হাল ধরে ঋদ্ধি আর সুদীপ। ১০১ রান যোগ করলেন। তারপর পর তিন উইকেটের পতন। সেখান থেকে চতুর্থ দিন খেলার শেষে বাংলা ৬ উইকেট হারিয়ে ৩৫৪। পঞ্চম দিনে ৪২৫ রান টপকাতে দরকার ৭১।

লাঞ্চ পর্যন্ত বাংলা ২১৮/৩ স্কোরে শেষ করেছিল। লাঞ্চ থেকে চা-পান বিরতির মাঝে তিনটি মূল্যবাম উইকেট পড়ল, যা বাংলার শিরদাঁড়ায় আঘাত করে। সুদীপ ৮১ আর ঋদ্ধি ৬৪ আউট হলেন। চা পানের ঠিক আগে শাহবাজ ১৬ রানে ফিরে গেল। ২৬৪-৬। তারপর শুধু অনুষ্টুপ ৫৮(১৩৪)। আর সঙ্গী নন্দী ২৮ (৮২)। কাল প্রথম ঘন্টাই ঠিক করে দেবে ম্যাচের ভবিষ্যত।

কাল কী বাংলার দ্বিতীয় রঞ্জি জয়। টিম অরুণলাল নাউ ফিঙ্গার ক্রসিং। প্রশ্ন, আর কত রান করলে অনুষ্টুপকে ভারতীয় দলের জন্য ভাবা হবে?