৩ জওয়ানের মৃত্যুর বদলা, এয়ারস্ট্রাইক করল আমেরিকা

0
3

৩ জওয়ানের মৃত্যুর বদলা। সরাসরি এয়ারস্ট্রাইক করল আমেরিকা। বৃহস্পতিবার, সিরিয়া সীমান্তের নিকটবর্তী আনবার প্রদেশে ইরাকের মিলিশিয়াদের একটি ঘাঁটিতে এয়ারস্ট্রাইক করে মার্কিন সেনাবাহিনী। বুধবার, স্থানীয় সময় সন্ধে সাড়ে সাতটা নাগাদ একাধিক রকেট দিয়ে হামলা চালানো হয়। মার্কিন নেতৃত্বাধীন জোটের মুখপাত্র কর্নেল মাইলস ক্যাগিনস টুইটে জানান, তাজি ঘাঁটিতে সেনাদের লক্ষ্য করে অন্তত ১৫টিরও বেশি ছোট রকেট ছোড়া হয়। হামলায় ব্রিটিশ ও মার্কিন সেনা সহ তিনজন নিহত হন। সূত্রের খবর, তাঁদের মধ্যে এক মার্কিন কনট্রাক্টর, এক ব্রিটিশ সেনা ও এক মার্কিন সেনা ছিলেন। হামলায় তিন সেনার মৃত্যু ছাড়াও আহত হন অনেকে।