‘নেম-শেম’ হোডিং নিয়ে সুপ্রিম কোর্টেও ধাক্কা যোগী সরকারের

0
4

সিএএ-র হোডিং নিয়ে সুপ্রিম কোর্টেও ধাক্কা যোগী সরকারের। সিএএ-বিরোধী আন্দোলনকারীদের ছবি-সহ নাম, ঠিকানা লেখা হোর্ডিং-এ ছেয়ে গিয়েছে লখনউ শহর। ‘নেম-শেম’ নামে সেই হোডিং-এর বিরোধিতা করে এলাহাবাদ হাইকোর্ট একটি স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করা হয়। শুনানিতে সোমবার হোর্ডিংগুলি সরিয়ে ফেলার নির্দেশ দেওয়ার হয়। উত্তরপ্রদেশ সরকারকে তীব্র ভর্ৎসনাও করে এলাহাবাদ হাইকোর্ট। হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সু্প্রিম কোর্টে আবেদন জানায় যোগী সরকার। কিন্তু শীর্ষ আদালতও স্পষ্ট জানিয়ে দিল, ওই হোর্ডিং আইনসম্মত নয়।

বিক্ষোভ ব্যক্তির গণতান্ত্রিক অধিকার। বৃহস্পতিবার, একথা জানান সুপ্রিম কোর্টের বিচারপতি ইউইউ ললিতের বেঞ্চ। আদালত জানায়, এ ভাবে হোর্ডিং লাগাতে পারে না কোনও নির্বাচিত সরকার। এটা আইনসম্মত নয় বলে মত শীর্ষ আদালতের। তবে এদিনের শুনানির পর কোনও রায় দেয়নি সুপ্রিম কোর্ট। আগামী মঙ্গলবার বিচারপতি ইউইউ ললিতের এজলাসে ফের এই মামলার শুনানি।