একদিকে করোনা হানা, অন্যদিকে রবিবারের ডার্বি ম্যাচ। ম্যাচ হবে কী? প্রশ্ন ময়দানে। কারণ, কেন্দ্রের নির্দেশিকা মানলে খেলতে হবে ফাঁকা মাঠে, নইলে ম্যাচ স্থগিত রাখার আবেদন জানাতে হবে। কিন্তু খেলা না খেলা নিয়ে দুই প্রধান দুই তিমিরে। ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার সাফ জানালেন, আমরা চাই ম্যাচ বাতিল হোক। ফাঁকা মাঠে আমরা খেলব না। ঠিক করুক আইএফএ। এই ম্যাচের জন্য আমরা বসেছিলাম। ফলে আপাতত সব ম্যাচ বাতিল হোক। পরে পরিবেশ স্বাভাবিক হলে খেলা হোক। ইস্টবেঙ্গল দর্শক ছাড়া খেলবে না।
অন্যদিকে মোহনবাগান কর্তা দেবাশিস দত্তর স্পষ্ট কথা, আমরা জানি ডার্বির সব টিকিট বিক্রি হয়ে গিয়েছে। কিন্তু বিশেষ পরিস্থিতির কারণে আমাদের ফাঁকা মাঠে খেলতে হবে। কিন্তু কী করা যাবে? দুর্ভাগ্যজনক হলেও তা মানতে হবে। আমরা খেলব। শুক্রবারের দিল্লির বৈঠকে আমি থাকতে পারব না কিন্তু স্কাইপিতে জানিয়ে দেব আমরা খেলতে রাজি, খেলব।
ফলে ডার্বি নিয়ে দুই প্রধান দুই তীরে। সিদ্ধান্ত দিল্লির ফুটবল কর্তারা নেবেন কাল, শুক্রবার।