এবার মধ্যপ্রদেশ: ফের শুরু রিসর্ট-রাজনীতি

0
8

মধ্যপ্রদেশের মহা-সংকটের মধ্যে ফের শুরু দুই যুযুধান শিবিরের রিসর্ট-রাজনীতি। যে রাজনীতি প্রথম বিখ্যাত হয়েছিল কর্ণাটকের রাজনৈতিক পরিস্থিতিকে কেন্দ্র করে। মঙ্গলবার রাতে ভোপালে বিজেপি পরিষদীয় দলের বৈঠকের পর সব বিধায়ককে একটি বড় বাসে করে হরিয়ানায় পাঠিয়ে দিয়েছে গেরুয়া শিবির। হরিয়ানায় মনোহরলাল খট্টরের নেতৃত্বে বিজেপি জোট ক্ষমতায়। ফলে সেখানে নিজেদের বিধায়কদের একজোট ও সুরক্ষিত রাখতে তোলা হয়েছে গুরুগ্রামের পাঁচতারা হোটেলে। এই মুহূর্তে গুরুগ্রামের আইটিসি গ্র্যান্ড ভারত হোটেলে রয়েছেন মধ্যপ্রদেশের বিজেপি বিধায়করা। এদিকে কমল নাথ সরকারের সঙ্গে এখনও যে কংগ্রেস বিধায়করা রয়েছেন তাঁরা যাতে ঐক্যবদ্ধ থাকেন সেজন্য তাঁদের সম্ভবত রাজস্থানের জয়পুরে পাঠানো হচ্ছে। রাজস্থানে কংগ্রেসের অশোক গেহলট সরকার। তাই ভোপাল থেকে দূরে সেখানেই তাঁদের নিরাপদে রাখতে চায় দল। যদিও ছত্তিশগড়ের কথাও শোনা যাচ্ছে। কারণ সেখানেও কংগ্রেসেরই সরকার।