রোদ্দুর রায়ের বিরুদ্ধে এবার অভিযোগ শ্রীরামপুর থানায়

0
14

রবীন্দ্রনাথের গানে একের পর এক অশ্লীল শব্দ যোগ করেছেন তিনি। এবার শ্রীরামপুর থানায় অভিযোগ দায়ের করা হলো রোদ্দুর রায়ের বিরুদ্ধে। এর আগে বুধবার বেলেঘাটা থানায় তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। বৃহস্পতিবার সকালে শ্রীরামপুর শহর তৃণমূল ছাত্র পরিষদ শ্রীরামপুর থানায় রোদ্দুর রায়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে। তৃণমূল ছাত্র পরিষদের তরফে জানানো হয়েছে, রবীন্দ্রসঙ্গীতকে বিকৃতি করে অশ্লীল ভাষায় গান গাওয়া হয়েছে, তার জন্যই এই অভিযোগ দায়ের করা হলো। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলামের গানকে বিকৃত করে বাংলার মানুষের মাথা নিচু করছেন ওই ব্যক্তি। তৃণমূল ছাত্র পরিষদের দাবি, তাই অবিলম্বে ওই ব্যক্তিকে গ্রেফতার করতে হবে।