রাজ্যসভা নির্বাচন: বিধানসভায় মনোনয়ন পেশ তৃণমূল প্রার্থী সুব্রত-দীনেশের

0
3

গত ৮ মার্চ নারী দিবসের দিন টুইট করে রাজ্যসভায় দলীয় চার প্রার্থীর নাম ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর, বুধবার বিধানসভায় তাঁদের মধ্যে দুই প্রার্থী মনোনয়ন পেশ করলেন।

এদিন মনোনয়ন পেশ করেন সুব্রত বক্সি এবং দীনেশ ত্রিবেদী। তাঁদের সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, অরূপ বিশ্বাস, তাপস রায় প্রমুখ।

তবে এদিন মনোনয়ন জমা দিতে দেখা যায়নি তৃণমূলের দুই মহিলা প্রার্থী অর্পিতা ঘোষ এবং মৌসম বেনজির নূরকে। তাঁরা সম্ভবত আগামীকাল মনোনয়ন জমা করবেন।

উল্লেখ্য, বিধায়ক সংখ্যার বিচারে চার আসনেই নিশ্চিত জয় তৃণমল প্রার্থীদের। অন্যদিকে, পঞ্চম আসনে বাম-কংগ্রেসের জোট প্রার্থী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। এই আসনে তৃণমূলের অবস্থান কী হবে তা এখনও স্পষ্ট নয়। তৃণমূল যদি কোনও প্রার্থী না দেয়, তাহলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভায় যাবেন বিকাশবাবু। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ১৩ মার্চ, দুপুর ৩টে।