বিজেপিতে যোগ দিলেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া

0
3

কংগ্রেসের সঙ্গে ১৮ বছরের সম্পর্ক চুকিয়ে বিজেপিতে যোগ দিলেন একদা রাহুল ব্রিগেডের অন্যতম নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। কংগ্রেসের প্রাক্তন সাংসদ ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সিন্ধিয়াকে বুধবার দুপুরে দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় কার্যালয়ে স্বাগত জানান সভাপতি জেপি নাড্ডা সহ সংগঠনের গুরুত্বপূর্ণ সদস্যরা। নাড্ডা পুষ্পস্তবক দিয়ে শুভেচ্ছা জানিয়ে গেরুয়া উত্তরীয় পরিয়ে দেন মধ্যপ্রদেশের এই নেতাকে। উপস্থিত ছিলেন বিনয় সহস্রবুদ্ধে, অনিল জৈন, অরুণ সিং, ধর্মেন্দ্র প্রধান, জয় পান্ডা প্রমুখ। সিন্ধিয়াকে বিজেপিতে সসম্মানে কাজ করার আহ্বান জানিয়ে নাড্ডা জনসঙ্ঘ প্রতিষ্ঠার সময়ে গোয়ালিয়রের রাজমাতা ও জ্যোতিরাদিত্যের ঠাকুমা বিজয়রাজের ভূমিকা স্মরণ করেন। জ্যোতিরাদিত্য বলেন, অতীতের কংগ্রেস আর আজকের কংগ্রেস এক নয়। দলের শীর্ষ নেতৃত্ব সম্মান দিতে জানেন না। নরেন্দ্র মোদি, অমিত শাহের কাছে আমি কৃতজ্ঞ আমাকে কাজ করার সুযোগ দেওয়ার জন্য। প্রধানমন্ত্রী মোদির হাতে ভারত সুরক্ষিত।