এবার করোনার নমুনা পরীক্ষা হবে এসএসকেএম হাসপাতালেও

0
3

বেলেঘাটা আইডির পর এবার কলকাতার এসএসকেএম হাসপাতালেও করোনাভাইরাস বা কোভিড-19 পরীক্ষা করা হবে। স্বাস্থ্যমন্ত্রক মাইক্রোবায়োলজি বিভাগ খতিয়ে দেখার পর অবশেষে ছাড়পত্র পেল এসএসকেএম।

কলকাতাতেও করোনা আতঙ্ক ছড়িয়েছে। শহরের একাধিক ব্যক্তিকে করোনা সন্দেহে ভর্তি করা হয়েছে বেলেঘাটা আইডি হাসপাতালে। যদিও পরীক্ষার রিপোর্ট সকলেরই নেগেটিভ। কিন্তু তাতেও ভয় কাটছে না। এই নিয়ে কিছুদিন আগেই নবান্নে জরুরি বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী। জেলা হাসপাতালগুলিকে পরিকাঠামো তৈরি-সহ প্রস্তুত থাকার নির্দেশ দেন তিনি। সেই অনুযায়ী পশ্চিম মেদিনীপুর জেলা হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত করা হয়েছে। বর্ধমান মেডিক্যাল কলেজেও প্রস্ততি শেষ পর্যায়ে। এবার কলকাতার বুকে এসএসকেএম হাসপাতাল করোনার নির্ণায়ক পরীক্ষার জন্য ছাড়পত্র পেয়ে গেল। কোভিড-19 পরীক্ষার পাশাপাশি আইসোলেশনে রাখার জন্য প্রয়োজনীয় পরিকাঠামোও তৈরি করা হয়েছে।