রাজ্যে করোনা আক্রান্তের খবর নেই, আতঙ্কের প্রভাব পড়ছে বাজারে: মুখ্যমন্ত্রী

0
3

রাজ্যে নিশ্চিত ভাবে করোনাভাইরাস আক্রান্তের কোনও খবর নেই। এখনও পর্যন্ত ৩জন বেলেঘাটা আইডি হাসপাতালে পর্যবেক্ষণে রয়েছেন। বুধবার, নবান্নে সাংবাদিক বৈঠকে এই কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, করোনা নিয়ে অনেকেই নিজের মতো করে আতঙ্ক ছড়াচ্ছেন। আর তার প্রভাব পড়েছে বাজারে। খাসির মাংসের দাম বেড়ে যাচ্ছে এবং মুরগির মাংসের দাম কমছে। এনফোর্সমেন্ট বিভাগকে এই বিষয়টি দেখতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। করোনাভাইরাস নিয়ে আতঙ্কের কোনও কারণ নেই বলে রাজ্যবাসীকে আশ্বস্ত করেন তিনি। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই কলকাতার বড় বাজারগুলিতে হানা দেয় এনফোর্সমেন্ট বিভাগ। নিউ মার্কেটসহ বিভিন্ন বাজারে কী দামে খাসির মাংস বিক্রি হয়, তা খতিয়ে দেখা হয়।