শুরুতেই দুই উইকেট হারিয়ে রীতিমতো চাপে বাংলা

0
3

রাজকোটে রঞ্জি ট্রফি ফাইনালে বাংলার সামনে বড়সড় রানের পাহাড় খাড়া করেছে সৌরাষ্ট্র। তৃতীয় দিন লাঞ্চের ঠিক আগে দুই উইকেট হারিয়ে রীতিমতো চাপে বাংলা।
প্রথম উইকেটে ভালই শুরু করেছিলেন দুই ওপেনার অভিমন্যু ঈশ্বরন ও শুদীপ ঘরামি। সুদীপকে আত্মবিশ্বাসী দেখাচ্ছিল। কিন্তু বাঁ-হাতি স্পিনার ধর্মেন্দ্র সিং জাডেজার বলে তাঁর ক্যাচ পাকড়াও করেন ফরোয়ার্ড শর্ট লেগে থাকা ফিল্ডার। দলীয় ৩৫ রানে ফেরেন সুদীপ (২৬)। পরের ওভারেই ফেরেন অধিনায়ক অভিমন্যুও (৯)। প্রেরক মানকড়ের বলে এলবিডব্লিউ হন তিনি। ডিআরএস নিয়েও লাভ হয়নি। কারণ, বল ট্র্যাকিং সিস্টেম নেই ডিআরএসে। ফলে লাভ হয়নি।
৪২৫ রানে শেষ হয়েছিল সৌরাষ্ট্রের প্রথম ইনিংস। খেলার যা গতিপ্রকৃতি, তাতে সম্ভবত প্রথম ইনিংসের রানেই ফয়সালা হতে চলেছে ফাইনালের ।