২২ কং বিধায়কের ইস্তফা, লাইনে আরও?

0
9

জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার কংগ্রেস ত্যাগের পর পরই মঙ্গলবার কংগ্রেস ছাড়ার কথা ঘোষণা করেছেন মধ্যপ্রদেশের ২২ জন বিধায়ক। এরা সবাই চান বিজেপিতে যোগ দিতে। সিন্ধিয়া-ঘনিষ্ঠ এই বিধায়করা বিধানসভার স্পিকারের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন, সাংবাদিকদের সেই চিঠির প্রতিলিপি বিলি করেছেন। শোনা যাচ্ছে, লাইনে আরও কয়েকজন আছেন যারা দল ছাড়তে চান। স্পিকার জানিয়েছেন, আইন মেনেই যা করার করব। তবে এই বিধায়কদের সদস্যপদ খারিজ হলে নিশ্চিতভাবেই কমল নাথ সরকারের পতন এখন সময়ের অপেক্ষা।