মন্ত্রিসভা থেকে ইস্তফাই দিলেন কমল নাথ সরকারের ২০ জন মন্ত্রী । জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ঘনিষ্ঠ 17 কংগ্রেস বিধায়ক বেঙ্গালুরু উড়ে যাওয়ার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয় । 20 জন মন্ত্রীরই ইস্তফাপত্র গৃহীত হয়েছে । মুখ্যমন্ত্রী কমল নাথ জানিয়েছেন, নতুন মন্ত্রিসভা দ্রুত গঠন করা হবে । মাফিয়াদের সাহায্য নিয়ে যেসব শক্তি অস্থিরতা তৈরি করছে, তাদের আমি সফল হতে দেব না।
মধ্যপ্রদেশে যে সংকট তৈরি হয়েছে, তা নিয়ে সোমবার সন্ধেবেলা মন্ত্রিসভার বৈঠক ডেকেছিলেন কমল নাথ ৷ হাজির ছিলেন রাজ্যের মুখ্যসচিব এস আর মোহান্তি ৷ সেখানেই 16 জন মন্ত্রী নিজেদের ইস্তফাপত্র দেন । যা সেই মুহূর্তেই গৃহীত হয় ।
তবে জল্পনা বাড়িয়েছে মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চ্যানেল সক্রিয়তা । মধ্যপ্রদেশ কংগ্রেসের এই সংকটের মধ্যেই তিনি দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেন ৷ তার আগে তিনি BJP-র সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার সঙ্গেও বৈঠক করেন ৷
রাজ্যসভা নির্বাচনের আগে রাজ্যের এই পরিস্থিতিতে কমল নাথ ফের জানিয়েছেন, তিনি দলের অন্তর্বর্তীকালীন সভানেত্রীর সঙ্গে দেখা করবেন ৷ কিন্তু এনিয়ে দলের জেনেরাল সেক্রেটারি জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার সঙ্গে কোনও আলোচনা করবেন না ৷
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.