২০০১সালে বাবা মাধবরাও সিন্ধিয়ার মৃত্যুর পর রাজনীতিতে প্রবেশ করেন তাঁর পুত্র জ্যোতিরাদিত্য। শুরু থেকেই বাবার পথ ধরে কংগ্রেসে। চারবারের সাংসদ নির্বাচিত হন, কেন্দ্রীয় মন্ত্রীও হয়েছেন, ছিলেন গান্ধী পরিবারের ঘনিষ্ঠ। গত উত্তরপ্রদেশ বিধানসভা ভোটের সময় প্রিয়াঙ্কা ভদরা ও তাঁর উপর যৌথ দায়িত্ব দেয় দল। কিন্তু গতবছর লোকসভা ভোটে হারের পর থেকেই ছন্দপতন। মধ্যপ্রদেশ কংগ্রেসের দায়িত্ব পেতে ইচ্ছুক হলেও দল তা দেয়নি। রাজ্যসভাতেও তাঁকে পাঠাতে অরাজি ছিল সোনিয়ার দল। শেষ পর্যন্ত মোদি-শাহর সঙ্গে কথা বলে নিজের রাজনৈতিক পুনর্বাসনের ব্যবস্থা পাকা করে হোলির দিন কংগ্রেস ছাড়লেন মাধবরাও-পুত্র।
তবে গোয়ালিয়র রাজপরিবারে রাজনৈতিক ভাগাভাগি শুরু থেকেই ছিল। বাবা মাধবরাও আমৃত্যু কংগ্রেস করলেও তাঁর ঠাকুমা বিজয়রাজে সিন্ধিয়া ছিলেন বিজেপির অন্যতম শ্রদ্ধেয় নেত্রী এবং মধ্যপ্রদেশে বিজেপির প্রতিষ্ঠাতাদের অন্যতম। দুই পিসি বসুন্ধরারাজে ও যশোধরারাজে দুজনেই বিজেপি নেত্রী। বসুন্ধরা একাধিকবার রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন। তাঁর ছেলে দুষ্যন্তও বিজেপির সাংসদ।