টোকিও অলিম্পিক্সের ছাড়পত্র পেলেন মেরি কম

0
2

প্রত্যাশা মতোই টোকিও অলিম্পিক্সের ছাড়পত্র পেয়ে গেলেন ৬ বারের বিশ্ব চ্যাম্পিয়ন বক্সার মেরি কম (৫১ কেজি)। যোগ্যতা অর্জন পর্বের কোয়ার্টার ফাইনালে জিতে এই ছাড়পত্র পান তিনি । তাঁরই সঙ্গে সেমিফাইনালে উঠে টোকিওর ছাড়পত্র নিশ্চিত করে নিলেন আর এক ভারতীয় মহিলা বক্সার সিমরনজিৎ কৌর (৬০ কেজি) এবং পুরুষ বিভাগের অমিত পাঙ্ঘলও (৫২ কেজি)।
প্রসঙ্গত, জর্ডনের রাজধানী আম্মানে বাছাই পর্বের প্রতিযোগিতায় রবিবার অলিম্পিক্সের ছাড়পত্র পেয়েছিলেন ভারতের পাঁচ বক্সার। এ দিন মেরি, সিমরনজিৎ ও অমিত যোগ্যতা অর্জন করায় সেই সংখ্যা হল আট। লন্ডন অলিম্পিক্সে ব্রোঞ্জ জয়ী মেরি ৫-০ জিতেছেন ফিলিপিন্সের আইরিশ ম্যাগনোর বিরুদ্ধে। এই একই ফলে মঙ্গোলিয়ার নামউন মনখোরের বিরুদ্ধে রিংয়ে ঝড় তুলে সেমিফাইনালে যান সিমরনজিৎ। আর অমিত ফিলিপিন্সের কার্লো পালামকে হারান ৪-১ ফলে।
মহিলাদের বক্সিং মহলে ম্যাগনো পরিচিত তাঁর আগ্রাসনের জন্য। কিন্তু ৩৭ বছরের মেরি সোমবার তাঁর অভিজ্ঞতা কাজে লাগিয়েই প্রথম রাউন্ড থেকে দুর্দান্ত প্রতি-আক্রমণে ম্যাগনোকে কোণঠাসা করে দেন এবং জয় ছিনিয়ে নেন।