জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার সঙ্গে কথা বলে কংগ্রেস থেকে ইস্তফা দেওয়ার পাশাপাশি বিধায়ক পদ থেকেও পদত্যাগ করতে চান কংগ্রেসের ১৭ জন বিধায়ক। এদের মধ্যে রাজ্যের ৬ মন্ত্রীও আছেন। মিডিয়ার চোখ এড়িয়ে এরা সবাই একসঙ্গে রয়েছেন বিজেপি শাসিত কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুর এক রিসর্টে। এই ১৭ বিধায়ক পদত্যাগ করলেই কমল নাথ সরকার সংখ্যাগরিষ্ঠতা হারাবে। মধ্যপ্রদেশে অনায়াসে সরকার গড়বে বিজেপি।
২৩০ আসনবিশিষ্ট মধ্যপ্রদেশ বিধানসভায় কংগ্রেসের সদস্যসংখ্যা ১১৪, বিজেপি ১০৭। সংখ্যাগরিষ্ঠতার জন্য দরকার ১১৬। ২ বিএসপি, ১ এসপি ও নির্দল সদস্যদের সমর্থনে ১২০ জনের সমর্থনে সরকার গঠন করেছিলেন কমল নাথ। পরে রাজ্যের দুই বিধায়কের মৃত্যুতে দুটি আসন শূন্য। পরিবর্তিত পরিস্থিতিতে সিন্ধিয়া অনুগামী ১৭ বিধায়ক পদত্যাগ করলেই সংখ্যাগরিষ্ঠতার অঙ্কটি কমে হবে ১০৬। অন্যদিকে সেক্ষেত্রে কংগ্রেসের সদস্যসংখ্যা দাঁড়াবে ৯৭। ফলে নিজেদের ১০৭ জন বিধায়ক নিয়েই ফের বিজেপি সরকার গঠন করতে পারবেন শিবরাজ সিং চৌহান।