আজই ভারতসেরার শিরোপা মোহনবাগানের ঝুলিতে ভরতে চান কিবু

0
6

আজ মঙ্গলবার কয়েক ঘণ্টা পরেই পুরো শক্তি নিয়েই আইজলের বিরুদ্ধে মাঠে নামছে মোহনবাগান । তিন পয়েন্টই লক্ষ্য সবুজ মেরুনের, সাফ জানিয়ে দিয়েছেন কোচ কিবু ভিকুনা ।
লিগ টেবিলের পরিস্থিতি যা, তাতে চ্যাম্পিয়ন হওয়ার সোজা অঙ্ক পাঁচ ম্যাচে চাই মাত্র দু’পয়েন্ট। তা হলেও গোল পার্থক্যে পাঁচ বছর পরে ফের সবুজ মেরুন তাঁবুতে ঢুকে যাবে আই লিগ ট্রফি। মোহনবাগান কোচ মঙ্গলবার কল্যাণী স্টেডিয়ামেই সদস্য-সমর্থকদের বিজয় মিছিল শুরু করার রসদ তুলে দিতে চান। কারণ, আইজলের সঙ্গে আজ ম্যাচ ড্র হলে ডার্বি পর্যন্ত অপেক্ষা করতে হবে মোহনবাগানকে।সে জন্যই সম্ভবত কোনও ঝুঁকি নিতে রাজি নন বেইতিয়াদের হেডমাস্টার।
এদিকে সমর্থকরা একপ্রকার ধরেই নিয়েছেন যে আজই ভারতসেরার শিরোপা চলে আসবে মোহনবাগানের কপালে। কল্যাণী স্টেডিয়ামও সেজে উঠছে চ্যাম্পিয়নদের বরণ করার লক্ষ্যে। আজ কল্যাণীতে কয়েক হাজার সমর্থক ম্যাচ দেখতে যাবেন, তা বলাই বাহুল্য। আর তাঁদের সঙ্গে যাচ্ছে প্রচুর সবুজ-মেরুন আবির এবং ব্যানার।