দিল্লির সাম্প্রদায়িক হিংসার ঘটনা নিয়ে লোকসভায় আলোচনা হবে আগামীকাল বুধবার। এর আগে বিরোধীদের লাগাতার দাবির মুখে সরকার জানিয়েছিল হোলির পরেই হবে আলোচনা। সেইমত হোলির পরদিনই লোকসভায় আলোচনায় অংশ নেবেন সব দলের সাংসদরা। জবাব দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে কোনও ভোটাভুটি হবে না। লোকসভার পর রাজ্যসভাতেও এই বিষয়ে আলোচনা হওয়ার কথা।































































































































