নিত্যানন্দ মামলায় শিশুদের পর্নোগ্রাফি দেখানোর অভিযোগ তদন্তকারী অফিসারদের বিরুদ্ধে

0
2

এবার শিশুদের পর্নোগ্রাফি দেখানোর অভিযোগ উঠল নিত্যানন্দ মামলায় নিযুক্ত তদন্তকারী অফিসারদের বিরুদ্ধেই। অপহরণের দায়ে অভিযুক্ত স্বঘোষিত গডম্যান নিত্যানন্দ। অভিযোগ সেই ঘটনার তদন্তে নিযুক্ত অফিসাররা শিশুদের পর্নোগ্রাফি দেখাতেন। অভিযোগের ভিত্তিতে ১৪ জনের বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে রয়েছেন শিশুকল্যাণ কমিটির সদস্যরাও।

পুলিশ সূত্রে খবর, এই ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। আদালতে পিটিশন ফাইল করেন নিত্যানন্দের এক শিষ্য গিরীশ তুরলাপাতি। আমদাবাদের কাছে হিরাপুর গ্রামে থাকেন তিনি। আদালতের নির্দেশে বিবেকানন্দ নগর পুলিশ স্টেশনে এফআইআর দায়ের করা হয়েছে।

সংশ্লিষ্ট পিটিশনে গিরিশ জানিয়েছেন, তদন্ত চলাকালীন অফিসাররা ও শিশু কল্যাণ কমিটির সদস্যরা আশ্রমের শিশুদের খারাপ কথা বলতেন। এমনকী তাদের মানসিক নির্যাতন করা হতো বলেও অভিযোগ গিরীশের। ছেলে-মেয়ে নির্বিশেষে শিশুদের পর্নোগ্রাফি দেখতেন অফিসাররা। এছাড়াও নিজেদের ইচ্ছা মতো জবানবন্দি নেওয়ার জন্য, শিশুদের ব্ল্যাকমেল করা হত বলেও অভিযোগ করেন তিনি।