দোলের পরে হোলি উৎসবে মাতলেন দিলীপ ঘোষ

0
6

কেন্দ্রীয় নেতৃত্ব যাই বলুন, সোমবার দোল উৎসবে মেতেছিলেন বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দ্বিতীয় দিনেও তার ব্যতিক্রম হল না। হোলি উৎসবে পশ্চিম মেদিনীপুরের খড়গপুর থেকে নারায়ণগড়, বেলদা, খাকুড়দা, শাউরি ও জাহালদাতে ঘুরলেন বিজেপি রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ। সোমবার খড়্গপুরে বিভিন্ন ওয়ার্ডে ঘুরে এলাকার সঙ্গে দোল উৎসবে মাতেন তিনি। সেই সঙ্গে রাতে হোলিকা দহনে অংশ নেন। আর মঙ্গলবার সকাল থেকে দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে পথচলতি মানুষের গালে আবির লাগিয়ে মিষ্টি মুখ করান দিলীপ ঘোষ। বেলদার বাসস্ট্যান্ডে দোল উৎসব কমিটির পুজো মণ্ডপে রাধাকৃষ্ণের আরাধনাও করেন তিনি।