রাজ্য রাজ্যবাসীকে হোলির শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর By EBBS Desk - March 10, 2020 0 5 FacebookTwitterPinterestWhatsApp দোলের পর এবার হোলিতে ট্যুইট করে সকলকে শুভেচ্ছা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটে তিনি লেখেন, “আনন্দের রঙে রঙিন হয়ে উঠুক আপনাদের জীবন”। বাংলা, হিন্দি এবং ইংরাজি, তিনটি ভাষাতেই হোলির শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।