মহারাষ্ট্রের বদলা মধ্যপ্রদেশ? ১৫ মাসের কংগ্রেস সরকার উল্টে দেওয়ার সম্ভাবনা তৈরি করে কার্যত কিস্তিমাৎ করলেন অমিত শাহ, এমন কথা শোনা যাচ্ছে বিজেপির অন্দরেই। মহারাষ্ট্রে সর্বোচ্চ সংখ্যক আসন পেয়েও সরকার গড়তে পারেনি বিজেপি। একদা শরিক শিবসেনা হাত মিলিয়েছে ঘোষিত দুই রাজনৈতিক শত্রু এনসিপি, কংগ্রেসের সঙ্গে। সবচেয়ে কম আসন পেয়েও ব্যাকডোর দিয়ে মহারাষ্ট্রে ক্ষমতা ভোগ করছে কংগ্রেস। অধুনা রাজনীতির চাণক্য বলে পরিচিত অমিত শাহের পক্ষে এটা হজম করা সহজ ছিল না। মধ্যপ্রদেশে কংগ্রেস ও বিজেপির মধ্যে সংখ্যার ব্যবধানও সামান্য। তার উপর মুখ্যমন্ত্রী কমল নাথের সঙ্গে জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার লাগাতার মতভেদ ও অসন্তোষ শাহের সামনে বড় সুযোগ তৈরি করে দিয়েছিল। সময়মত তা কাজে লাগাতে দ্বিধা করেননি কৌশলী শাহ। এবার মহারাষ্ট্রের ‘হিসেব’ মধ্যপ্রদেশে মিটিয়ে নিয়ে কংগ্রেসকে রাজনৈতিকভাবে বিরাট ধাক্কা দিলেন প্রাক্তন বিজেপি সভাপতি।































































































































