” আরে মন্ত্রী হলাম কিনা বড় কথা নয়। সম্মান বড় কথা। বড় নেতাদের কাছে গেলেই যে ব্যবহার পাওয়া যায়, তা অসহ্য। এভাবে দল করা যায় না। কাজ করা যায় না।” মধ্যপ্রদেশে বিজেপিতে যোগ দিয়ে এইকথাই বলছেন কংগ্রেস বিধায়করা। দুএকজন যোগ দিয়েছেন। অনেকে বেঙ্গালুরুতে রয়েছেন। বিজেপি অনাস্থা আনার প্রস্তুতি নিচ্ছে।